প্রকাশিত: Thu, May 18, 2023 2:29 PM
আপডেট: Sat, Dec 6, 2025 12:44 PM

বৃষ্টিতে উন্নত হয়েছে রাজধানীর বায়ুর মান

জেরিন আহমেদ: বৃহস্পতিবার সকালের তথ্যানুযায়ী, আইকিউ এয়ারের সূচকে স্কোর ১৫৪ স্কোর নিয়ে বুসানের অবস্থান প্রথম। আর ঢাকার স্কোর ৭৬, অবস্থান ২৬তম। তালিকায় দেখা গেছে, বুসানের পরের স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৫২) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা। বাংলাদেশ টাইমস

এছাড়া ওই তালিকায় দূষণের শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে নেপালের কাঠমান্ডু, সৌদি আরবের রিয়াদ, ভারতের দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, দক্ষিণ আফ্রিকার জোহাসেনবার্গ; হংকং এবং উগান্ডার কাম্পালা।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ৫১ থেকে ১০০ মাঝারি আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। বাংলা নিউজ২৪

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপুর্পূণের পাশাপাশি  গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আর যা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। সম্পাদনা: জাফর খান